মদ খেয়ে গাড়ি চালানোর অভিযোগে ১১,৫০০ ডলার জরিমানা দিলেন কোরিয়ান বিটিএস তারকা সুগা। তিনি মদ্যপ অবস্থায় বৈদ্যুতিক স্কুটার চালানোর জন্য বিটিএসের এই সদস্যকে ১৫ ম🍬িলিয়ন ওন (সাড়ে ১১ হাজার ডলার) জরিমানা করা হয়েছে বলে জಞানিয়েছে সংবাদমাধ্যম।
সুগাকে (আসল নাম মিন ইয়ুন-গি) জরিমানা করার ঘটনাটি আগস্টের। সে মাসে পুলিশ এই কে-পপ তারকাকে তার সিউলের বাসার 💃কাছে স্কুটার থেকে পড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে দেখে। পুলিশ দেখতে পায়, তিনি মাতাল অবস্থায় আছেন।
পুলি🦄শ ও স্থানীয় সংবাদমাধ্যমগুল🌼ো জানিয়েছে, সুগার রক্তের অ্যালকোহলের মাত্রা ছিল ০.২২৭ শতাংশ, যা অনুমোদিত সীমা ০.০৮ শতাংশের চেয়ে বেশি।
সিউ🔴লের একটি জেলা আদালত সম্প্রতি সুগার ওপর এই জরিমানা আরোপ করেছে। পাশাপাশি তার ড্রাইভিং লাইসেন্সও বাতিল করা হয়েছে।
এই র্যাপারে এই পপ তারকা দুঃখ প্রকাশ করে বলেন, খুব বেশি দূর যাচ্💮ছেন না ভেবে সিউলে তিনি মদ্যপ অবস্থায় স্কুটার চালিয়েছিলেন। এছাড়া মদ্যপ অবস্থায় য🦩ে বৈদ্যুতিক স্কুটার ব্যবহার করা যায় না, তা-ও ভুলে গিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
সুগা আরও বলেন, `যদিও কেউ ক্ষতিগ্রস্ত হয়নি এবং কোনো সম্পত্তিরও ক্ষতি হয়নি, তবু এর সম্পূর্ণ দায়ভার আমার। আমার অসতর্কতা এবং ভুল আচর��ণে যারা আঘাত পেয়েছেন, তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে যাতে এমন কജিছুর আর না ঘটে, আমি তা নিশ্চিত করব।`
এদিকে এ ঘটনার পর এই পপ তারকা ব্যাপক সমালোচনার শিকার হন। কেউ কেউ তাকে বিটিএস ছেড়ে যেতে বলেন। দক্ষিণ কোরিয়ায় সাধার🌸ণত কে-পপ আইডলদের অত্যন্ত পরিচ্ছন্ন ভাবমূর্তি দেখতে চায় মানুষ। তবে এ ঘটনায় সুগার অনেক ভক্ত তার পাশে দাঁড়িয়েছেন। ৩১ বছর বয়সি সুগা বর্তমানে সামরিক বাহিনীতে সমাজ সেবা এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে꧋ন। তাকে নিয়মিত সামরিক দায়িত্বের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।