• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘দরদ‍‍’ নিয়ে যে বার্তা দিলেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ১১:৩০ এএম
‘দরদ‍‍’ নিয়ে যে বার্তা দিলেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান
দরদ সিনেমার পোস্টারে শাকিব,সোনাল। ছবি: ফেসবুক থেকে

ঢালিউড কিং শাকিব খানের ‘দরদ’ সিনেমা মুক্তি পাচ্ছে শুক্রবার (১৫ নভেম্বর)। অনন্য মামুন পরিচালিত প্যান ইন্ডিয়ান এই  সিনেমা বাংলাদেশসহ ২২ দেশের ২৫৭টি হলে মুক্তি পাচ্ছে। বাংলাদেশে ৮৪টি হল পেয়😼েছে আলোচিত এই সিনেমাটি। 

এই সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন 𓂃বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ‘দরদ’ মুক্তি উপলক্ষে ভিডিও বার্তা দিলেন এই অভিনেত্রী। ছবিটি দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দার্দ ইজ রিলিজিং টুমরღো ওয়ার্ল্ড ওয়াইড। এটা মিস করবেন না। দ্রুত টিকিট বুক করুন এবং সাক্ষী হন দুলু মিয়া ও ফাতেমার সুন্দর একটি লাভস্টোরির। আর হ্যাঁ, বাংলাদেশ আমি তোমাদের ভালোবাসি।’

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘দরদ’র হিন্দি নাম ‘দার্দ’। শাকিব খান ও  সোনাল চৌহা🐻ন ছাড়া💮ও সিনেমার অন্যান্য চরিত্রে রয়েছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ প্রমুখ। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মসের সঙ্গে এটি প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ।

রোমান্টিক-সাইকোথ্রিলার গল্পে নির🎀্মিত হয়েছে ‘দরদ’। ভারতের বারাণসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তির খুনের ঘটনা ঘটে। সন্দেহের তীর যায় 🎉ছোট শহরের যুবক দুলু মিয়ার ওপর। এর মধ্যে স্ত্রী ফাতেমার প্রতি দুলু মিয়ার তীব্র ভালোবাসাও দেখা যায়। 

Link copied!