• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দরজা ভেঙে মিলল ‘রাজপথের বাদশা’ নির্মাতার মরদেহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৪, ০১:০৪ পিএম
দরজা ভেঙে মিলল ‘রাজপথের বাদশা’ নির্মাতার মরদেহ
পরিচালক এম এ আউয়াল ও তার সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

দরজা ভেঙে ঘরে মিলল ‘রাজপথের বাদশা’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা এম এ আউয়ালের মরদেহ। মঙ্গল (৭ মে) রাতে  রাজধানীর রাজধানীর মগবাজার দিলু রোডে൩র ❀একটি মেসে মিলেছে তার মরদেহ। বিষয়টি নিশ্চিত করেছেন বরেণ্য চলচ্চিত্র পরিচালক ও পলিচালক সমিতির সাবেক মহাসচিব শাহ আলম কিরণ।

তিনি🐈 বলেন, মঙ্গলবার  (৮ মে) রাতে রাজধানীর একটি মেসে রাতে তিনি মারা গেছেন।

সংবাদ প্রকাশকে শাহ আলম 🌳কিরণ আরও বলেন, “পরিচালক এম এ আউয়াল, আনোয়ার সিরাজীসহ ৭-৮ জন কলাকুশলী নিয়ে একটি মেসে থাকত, গতকাল আনোয়ার সিরাজী বিকালে তার সঙ্গে কথা বলে এফডিসিতে আসেন। সে সময়ই তার শরীরটা ভালো ছ💛িল না বলেছিলেন। রাতে বাসায় গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পর দরজা না খুললে পুলিশকে খবর দিয়ে দরজা ভেঙে ঢুকে তার নিথর দেখ দেখতে পান।”

এফডিসিতে তার জানাজা হবে কি না, তা ♓জানতে চাইলে শাহ আ💟লম কিরণ বলেন, ‘তার আত্মীয়দের খবর দেওয়া হয়েছে তার এলে বলা যাবে জানাজা কোথায় হবে।’

এম এ আউয়ালের বাড়ি কেরানীগঞ্জের আঁটিতে। তিনি 🐷ব্যক্তিজীবনে বিয়ে করেননি। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

এম এ আউয়াল চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের সহযোগী পরিচালক হিসেবে ‘সিটি রংবাজ’ ছবিতে কাজ করেন। এরপর তিনি পূর্ণ ဣপরিচালক হিসেবে ‘রাজপথের বাদশা’ ও ‘কাছের শত্রু’ ছবি পরিচালনা করেন।

Link copied!