কানাডায় একমাত্র ছেলে অনিকের কাছে উড়াল দিলেন আন্তরর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রনায়িকা ব🃏বিতা। ৯ আগস্ট রাতে ববিতা কানাডার উদ্দেশে রওনা হন। করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছু দিন ঘর🐭ের বাইরে বের হতে পারেনি ববিতা।
যাওয়ার আগে বরেণ্য এই অভিনেত্রী বলেছেন, ছেলের কাছে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে ছিল। সুস্থ হওয়ার পর তাই দেরি করিনি। কানা🐟ডার উদ্দেশে রওনা হলাম। আল্লাহর অশেষ রহমতে এখন আমি অনেকটাই সুস্থ। দেশে বিরাজমান পরিস্থিতিও দ্রুত স্বাভাবিক হোক, নিরাপত্তার বেষ্টনীতে আবার দেশে শান্তি ফিরে আসুক। দেশের মানুষ ভালো থাকুক- এই দোয়া করি। আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
নিজের অভিনয় জীবনের কথা টেনে তিনি বলেন, যখন আমি আমার অভিনয় জীবনের শুরুতে দেশের বাইরে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে হেঁটেছি, তখন একজন বাংলাদেশি হিসেবে আমি গর্ব অনু🅠ভব করেছি। এখনও প্রতিটি মুহূর্তে একজন বাংলাদেশি হিসেবে আমি গর্ব অনুভব করি। সেই আমার গর্বের বাংলাদেশ সবসময় ভালো থাকুক, এখানকার মানুষ শান্তিতে থাকুক, এটিই চাই সবসময়।