• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘বিগ বস সিজন ৩’ বিজয়ী সানা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪, ০৪:৫১ পিএম
‘বিগ বস সিজন ৩’ বিজয়ী সানা
অভিনেত্রী সানা মকবুলের হাতে বিজয়ী ট্রফি। ছবি: সংগৃহীত

আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস ওꩲটিটি সিজন ৩’-এর বিজয়ী হয়েছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সানা মকবুল। র‍্যাপার নেজিকে হারিয়ে এই সিজনে জিতেছেন এই অভিনেত্রী।

জমজমাট ফাইনালের দিন ভোটিং লাইন মাত্র ১০ মিনিটের 𝓡জন্য খোলা হয়েছিꦰল। সেখানেই নেজির তুলনায় বেশি ভোট পায় সানা। নেজি ছাড়াও রণবীর শোরে, সাই কেতন রাও এবং কৃতিকা মালিকও বিজয়ী হওয়ার দৌড়ে ছিলেন।

সানা ছিলেন প্রথম দ൲িন থেকেই আলোচনায়। শুক্রবার (২ আগস্ট)  গ্র্যান্ড ফিনালেতে অনুষ্ঠ𒅌ানের সঞ্চালক অনিল কাপুর সানাকে বিজয়ী ঘোষণা করেছেন। ট্রফির পাশাপাশি সানা ২৫ লাখ টাকাও পেয়েছেন।

জমজমাট🐠 গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর। তারা তাদের সিনেমা ‘স্ত্রী ২’-এর প্রচারে এসেꦆছিলেন। 


সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Link copied!