জনপ্রিয় সংগীত শিল্পী, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকী। প্রয়াত এই শিল্পীর ৭০তম জন্মদিন উপলক্ষে রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় স্মরণ সভা ও গুণীজন সম্মাননার আয়োজন ক🔯রেছেন বারী সিদ্দিকী পরিষদ। সন্ধ্যা ৬টায় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই স্মরণ সভা।
বিশেষ এই অনুষ্ঠানে সঙ💖্গীত পরিবেশন করবেন, জনপ্রিয় শিল্পী শফি মন্ডল, ফকির শাহাবুদ্দিন, আশরাফ উদাস, আলম আরা মিনু, শাহনাজ বেলী, সালমা, কামরুজ্জামান রাব্বী, নোলক বাবু, গামছা পলাশ, রাজীব, বিউটি, এম.এম শফি, জুয়েল সরকার, তামান্না হক, প্রিন্স আলমগীরসহ অনেক।
বারী সিদ্দিকী মূলত গ্রামীণ লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গান করেছেন। তার গাওয়া- ‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘সাড়ে তিন হাত কবর’, ‘পুবালি বাতাসে’, ‘তুমি থাকো কারাগারে’, ‘রজনী হইসনা অবসান’, ‘ওগো ভাবিজান নাও বাওয🅷়া’, ‘মানুষ ধরো মানুষ ভজো’ প্রভৃতি গান দর্শক হৃদয় ছুঁয়েছে। জনপ্রিয় এ গান গুলি আজ মঞ্চে পরিবেশন করবেন তরুণ প্রজন্মের শিল্পীরা বলে নিশ্চিত করেছেন বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের সভাপতি প্রিন্স আলমগীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূঁইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালিক বিশিষ্ট শিল্পপতি ও সংগীতানুরাগী মিনহাজুর রহমান (রাজু ভূঁইয়া)। বিশ🥃েষ অতিথি থাকবেন এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহম্মেদ, গীতিকার শহীদুল্লা🌱হ ফরায়জী, শরিফ কামাল হোসেন ও দেলোয়ার আরজুদা শরফ।
উদ্বোধক হিসেবে থাকছেন বিএনপির কেন্দ্রীয় নেতা মো. আরফাতুর রহমান (আপেল)। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ফিরোজ হায়দার খান ও অনুষ্ঠানের আহবায়ক শেখ নজ🦹রু꧅ল ইসলাম সুমন। এছাড়াও উপস্থিত থাকবেন বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা অভিনেতা ডি এ তায়েব। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এটিএন বাংলা।