• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মুম্বাইতে মুখোমুখি হচ্ছেন শাকিব-যীশু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০৪:০০ পিএম
মুম্বাইতে মুখোমুখি হচ্ছেন শাকিব-যীশু
শাকিব খান, যীশু সেনগুপ্ত। ছবি: কোলাজ

ভারতের মুম্বাইয়ে শুট🌃িং চলছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার। এতে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনয় করছেন। শাকিব ছাড়াও ‍‍‘বরবাদ‍‍’ সিনেমার কাস্টিংয়ে একℱাধিক চমক থাকার কথা শোনা যাচ্ছিল।

সেই চমকের অংশ হিসেবে এবার জানা গেল পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্তও এই সিনেমায় যুক্ত হয়েছেন। বাংলাদেশের দর্শকদের কাছেও ♔সুপরিচিত তিনি। এই সিনেমার মাধ্যমে শাকিব খান ও যীশু প্রথমবাඣরের মতো অভিনয় নিয়ে মুখোমুখি হতে যাচ্ছেন।

এর আগে, শাকিব খান অভিনীত আলোচিত ‍‍‘তুফান‍‍’ সিনেমায় যীশু সেনগুপ্তের অভিনয়ের কথা শোনা গিয়েছিল। তবে শিডিউল জটিলতায় সেটি সম্ভব হয়নি। তবে ‍‍‘বরবাদ‍‍’ সিনেমায় থাকছেন এই অভিনেতা।  এ কারণে এܫবার একসঙ্গে দেখা যাবে শাকিব-যীশুকে। ‍‍`বরবাদ‍‍` সিনেমা সংশ্লিষ্ট কয়েকজন যীশুর অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

১৫ কোটি টাকা বাজেটে নির্মিত হবে ‘বরবাদ’। যা বাংলা সিনেমার ক্ষেত্রে রীতিমত রেকর্ড! আর এর ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে। এটি হতে যাচ্ছে অ্যাকশন ধাঁচের সিনেমাꦜ। অ্যাকশনের দৃশ্যগুলো পরিচালনা করবেন মুম্বাইয়ে রবি বর্মা। যিনি অ্যাকশন ডিরেক্টর হিসে🍃বে বলিউড ও তেলেগু’র অধিকাংশ সিনেমায় কাজ করে থাকেন।

এছাড়া এতে কাজ করবেন মুম্বাইয়ের এজাজ মাস্টারসহ ‘এ গ্রেড’র কয়েকজন অ্যাকশন মাস্টার। ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে 🌼থাকবেন বলিউডের আদিল শেখ। এছাড়া গানে প্রীতমসহ থাকছেন বলিউডের শিল্পীরা। সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে তার ‘প্রিয়তমা’র নায়িকা ইধিকা পালকে।

নির্মাতা হৃদয🧸় বলেন, ‘প্রযোজকদের কাছে যা চেয়েছি, তারা কিছুই না করেননি। এছাড়া অনেক সারপ্রাইজ রয়েছে। যা করছি সবকিছু দর্শকদের জন্য করছি। আমাদের বিশ্বাস কেউ হতাশ হবে না। এটুকু বলতে চাই, দর্শকরা একবার “ඣবরবাদ” টিমকে বিশ্বাস করুক। বাকিটা স্ক্রিনে দেখতে পাবে।’

চলতি বছর ঈদুল আজহায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘তুফান’। একে একে ভারত, অস্ট্রেলিꦡয়া, মালয়েশিয়াসহ প্রায় ২০টি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। যেকোনো বাংলা সিনেমার জন্য বিশ্বব্যাপী মুক্তির ক্ষেত্রে শাকিবের তুফানই সবচেয়ে এগ♌িয়ে।

অ্যাকশন ও রোম্যান্টিক ধাঁচের ‍‍`বরবাদ‍‍` সিনেমার বেশিরভাগ শুটিং হচ্ছে মুম্বাইয়ে। এতে শাকিব খানের নায়িকা হ🍸িসেবে আছেন ইধিকা পাল। সিনেমাটি আগামী বছর ঈদুল ফিতরে প✤্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Link copied!