বাংলাদেশ টেলিভিশন ভবনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। 𓃲কয়েকশ’ বিক্ষোভকারী গেট ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা ফায়ার সার্ভিসের গাড়িও আটকে রেখেছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, ‘আমরা বিটিভি ভবনে অগ্নিসংযোগের খবর পেয়েছি। খবর পেয়ে আ🐼গুন নেভানোর জন্য আমাদের গাড়ি রওনা হয়। তবে গাড়ি বিটিভি পর্যন্ত যেতে পারেনি। রাস্তায় বিক্ষোভকারীরা আটকে রেখ🧸েছে।’
বিটিভির ভেতরে বিভিন্ন জায়গায় আগুন দেওয়ার খবর পেয়েছি। গ্যারেজে আগুন ജলাগানো হয়েছে। কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। তবে কোথায় কোথায় আগুন লেগেছে ও কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা এখনও জানা সম্ভব হয়নি।
বিটিভির পরিচালক (প্রশাসন) রুহুল আমিন বলেন, নিচতলার গ্যারেজসহ বিভিন্ন রুমে আগুন দিয়েছে। আগুন এখনও জ্বলছে। পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস কেউ এখনও আসেনি। আমরা ভেতরে আটকা আছি। পরিস্থিতি খারাপ। তবে এখন পর্য🌺ন্ত গুরুত্বপূর্ণ অফিস ও আর্কাইভ নিরাপদ আছে। বাইরে শত শত ব✨িক্ষোভকারী অবস্থান করছে।
এর আগে দুপুরের দিকে বিটিভির ৪ নম্বর গেট ভেঙে কয়েকশ’ আন্দোলনকারী ভিতরে ঢুকে 🧔প♈ড়ে বলে জানা গেছে।