• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মহাশূন্যে চিত্রায়িত সিনেমা মুক্তির তারিখ ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০১:১০ পিএম
মহাশূন্যে চিত্রায়িত সিনেমা মুক্তির তারিখ ঘোষণা

পৃথিবীতে অনেক শুটিং হলো। এবার নতুন লোকেশনের সন্ধানে মহাকাশে চলচ্চিত্র। অবাক হওয়ার কিছু নেই। মহাকাশে শুট হওয়া প্রথম ফিচার🍸 ফিল্ম ‘দ্য চ্যালেঞ্জ’ -এর ট্রেলার ಌপ্রকাশ করেছেন রুশ নির্মাতারা। ছবিটি মুক্তি পাবে আগামী ১২ এপ্রিল।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার🌳্কিন সং൲বাদমাধ্যম সিএনএন।

ছবির ট্রেলারে দেখা যায়, একজন নভোচারী স্পেসওয়াক করতে গিয়ে এমন পরিস্থিতির সম্মুখীন হন যে তাকে হার্ট সার্জারি করতে হবে। তবে পৃথিবীতে ফিরিয়ে আনার মতো অবস্থায় সে আর নেই। সেই অসুস্থ নভোচারীর ভূমিকায় অভিনয় করেছেন সত্যিকারের মহাকাশচারী ওলেগ নোভিতস্কি। ছবিটিতে সার🦄্জনের ভূমিকায় অভিনয় করেছেন রুশ অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্ড।

সিএনএন প্রতিবেদন থেকে জানা যায়, ব্যতিক্রমী এ চলচ্চিত্রটি প্রযোজন𒆙া  করেছে একাধিক প্রতিষ্ঠান। এদের মধ্যে আছে ‘ইয়োলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টুডিও’, রাশিয়ার রাষ্ট্র পরিচালিত𒅌 টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ওয়ান রাশিয়া’ ও দেশটির মহাকাশ সংস্থা রসকসমস।

রসকসমস এক বিবৃতিতে জানিয়েছে, চলচ✃্চিত্রটির লক্ষ্য রাশিয়ার মহাকাশ কার্যকলাপকে জনপ্রিয় করার পাশাপাশি মহাকাশচারী পেশার মর্যাদা বোঝানো।

Link copied!