দক্ষিণ ভারতীয় সিনেমা ‘অন্নমায়া’ খ্যাত অভিনে🔯ত্রী কস্তু꧙রি শঙ্কর গ্রেপ্তার হয়েছেন। তেলেগু ভাষাভাষীর মানুষদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৬ নভেম্বর) ভারতের হꦺায়দরাবাদ থেকে গ্রেপ্তার করা হয় এই অভিনেত্রীকে।
গত ৩ নভেম্বর তা🎶মিলনাড়ুর এক জনসভায় বক্তব্য দেওয়ার সময়ে অভিনেত্রী কস্তুরি শঙ্কর বলেছিলেন, ‘তেলেগু জনগণ সেই গণিকাদের বংশধর, যারা প্রাচীনকালে রাজাদের সেবা করতেনဣ।’
কস্তুরির এ বক্তব্যের পর তেলেগু জনগণের ম🌳াঝে ক্ষোভ সৃষ্টি হয়। তা🍌মিল নাড়ুর বিজেপি নেতা ডা. পোঙ্গুলেতি সুধাকর জোরালো প্রতিবাদ করেন এবং ক্ষমা চাওয়ার দাবি জানান। এরপর চেন্নাইয়ের এগমোর থানায় অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হয়।
পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় একট🦄ি বিবৃতি প্রকাশ করে পুরো ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন কস্তুরি। এ বিবৃতিতে এই অভিনেত্রী বলেন, ‘তেলেগু ভাষাভাষীদের হৃদয়ে আঘাত করার উদ্দেশ্যে এ বক্তব্য দিইনি। কেউ যদি আহত পেয়ে থাকেন, তার জন্য দুঃখ প্রকাশ করছি। আমি আমার বক্তব্য প্রত্যা♚হার করছি।’
মামলা হওয়ার পর মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চে আগাম জামিনের আবেদন করেছিলেন𝔍 ৫০ বছর বয়সি অভিনেত্রী কস্তুরি শঙ্কর। তবে তার সেই আগাম জামিন আবেদন খারিজ করে দেন আদালত।
পাশাপাশি আদালত জানিয়েছে ‘ওনার 🐲মতো পরিচিত মুখদের প্রকাশ্যে কোনো কথা বলার আগে দুইবার ভাবা উচিত। অভিনেত্রী নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন। কিন্তু সেটাও আন্তরিক ছিল না।’
তথ্যসূত্র: নিউজ১৮