নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫তম জন্মবার্ষিকী রোববার (১🦩৮ আগস্ট) । প্রয়াত এই নাট্যকারের জন্মদিন উপলক্ষে নাটকের দল ‘স্বপ্নদল’ আয়োজন করেছে ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২৪’। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে মিলনায়তন বন্ধ থাকায় এবার সংক্ষি♛প্ত আয়োজনে দিনটি উদযাপন করছে স্বপ্নদল।
সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বপ্নদলের স্মরণ শোভাযাত্রা ও নাট্যাচার্যের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
রাত ৯টায় থাকছে ফেসবুক লাইভে নাট্যাচার্যের জীবন-কর্ম-দর্শন অলোচনাসহ ‘নাট্য নির্দ♍েশনায় সেলিম আল দীন : নাট্যকারসত্তায় দ্বৈতাদ্বৈতের অনুরণন’ শীর্ষক ওয়েবিনা🍸র।
অনুষ্ঠান উপস্থাপন করবেন স্বপ্নদলের প্রধান সম্পাদক নাট্যজন জাহিদ রিপন। জাহাঙ্গীনগর বিশ্ববিদালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রশীদ হারুনের সভাপতিত্বে অতিথি হিসেবে অলোচনা করবেন ড. ইসলাম শফিক, আলী হাসান, ফজলে রাব্বী সুকর্নো প্রমুখ। সেলিম আল দীনের জন্ম ও প্রয়াণ দিবস স্মরণে নিয়ম🔜িত উৎসব অয়ℱোজন করে স্বপ্নদল।
এবারের ৩০তম এই আসরের স্লোগান—‘বাঙলা নাট্য🥂ের শিল্পশক্তি বিশ্ব করবে জয়, সেলিম আল দীন-ꦿরবীন্দ্রনাথ অমর অক্ষয়’।
সেলিম আল দীন ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার♉ ও একুশে পদকজয়ী বরেণ্য এ নাট্যকার ২০০৮ সালের ১৪ জানুয়ারি মারা যান।