নগরবাউল জেমসের জন্মদিন আজ। তবে জন্ম꧙দিনটা তিনি সাদামাটাভাবে পালন করে থাকেন। তার কাছে আর দশটা দিনের মতোই জন্মদিন। এবারের জন্মদিনটাও তার ব্যতিক্রম নয়।
জেমস মুখপাত্র রুবাইয়াৎ ঠাকু🌳র রবিন গণমাধ্যমকে জানিয়েছেন, বরাবরের মতো📖 এবারো দিনটি পরিবারের সঙ্গে কাটাবেন জেমস। কেক কাটার আয়োজন রেখেছেন পরিবারের সদস্যরা।
কিন্তু তাই বলে ভক্ত-অনুরাগীরা তো আর বসে থাকার নয়। রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, ৬৪টি জেলায় নানান আয়োজনে পালিত হচ্ছে জেমসের জন্মদিন। ভকඣ্তরা নিজ উদ্যোগেই প্রিয় তারকার জন্মদিন নিয়ে মেতেছেন।
১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্মগ্রহণ করেন জেমস। তার বেড়♍ে ওঠা চট্টগ্রামে। সে হিসেবে মাত্র ৫৭ বছর বয়সে পা রাখলেন তিনি। চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামক একটি বোর্ডিং থেকেই তার সং🦋গীতের ক্যারিয়ার শুরু হয়।
১৯৮০ সালে প্রতিষ্ঠা করেন ‘ফিলিংস’ নামক একটি ব্যান্ড। জেমস নিজেই ব্যান্ডের প্রধান গিটারিস্ট🧜 ও ভোকালিস্ট ছিলেন। ১৯৮৭ সালে তার প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ প্রকাশ পায়। পরে ১৯৮৮ সালে ‘অনন্যা’ নামের অ্যালবাম রিলিজ করে সুপার হিট হয়ে যান জেমস। এরপর ১৯৯০ সালে ‘জেল থেকে বলছি’, ১৯৯৬ ‘নগর বাউল’, ১৯৯৮ সালে ‘লেইস ফিতা লেইস’, ১৯৯৯ সালে ‘কালেকশন অফ ফিলিংস’ অ্যালবামগুলো ফিলি🃏ংস ব্যান্ড থেকে বের হয়।
এছাড়াও জেমসের অন্যান্য অ্যালবামগুলো হল নগর বাউল থেকে ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলি’, ‘পালাবি কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘ঠিক আছে বন্ধু’𓂃, ‘আমি তোমাদেরই লোক’, ‘জনতা এক্সপ্রেস’, ‘তুফান’, ‘কাল যমুনা’।
এরপর তিনি বেশ কিছুꦜ চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। ‘দেশা দ্য লিডার’, ‘সত্তা’ ছবির জন্𒈔য গান করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।
বাংলা গানের পাশাপা෴শি হিন্দি গানে𓆏 কণ্ঠ দিয়েও জয় করেছেন লাখো ভক্ত-শ্রোতার হৃদয়। বলিউডে তার গাওয়া ‘ভিগি ভিগি’, ‘চল চলে’ এবং ‘আলবিদা’, ‘রিস্তে’, ‘বেবাসি’ গানগুলো উল্লেখযোগ্য।
বর্তমানে নীরবে নিভৃতেই কাটে তার দিন। নিজের মতো করে থাকেন, গান করেন। নিজেকে তৈরি করেন দেশ-বিদেশে স্টেজ শোগুলোর জন্🉐য।