হলিউডের কাল💫জয়ী অভিনেত্রী ভার্জিনিয়া প্যাটন গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর। জর্জি🙈য়ার অ্যালবানির এক বৃদ্ধাশ্রমে অভিনেত্রী শেষনিশ্বাস ত্যগ করেন। খবরটি নিশ্চিত করেছে ম্যাথিউজ ফিউনারেল হোম।
‘ইটস আ ওয়ান্ডারফুল লাইফ’ 🐼সিনেমায় ভার্জিনিয়া প্যাটনের🎃 চরিত্রটির নাম ছিল ‘রুথ ডাকিন বাইলি।’ এ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
ইটস আ ওয়ান্ডারফুল লাইফ ছাড়াও ভার্জিনিয়া প্যাটন অভিনয় করেছিলেন থ্যাংক ইওর লাকি স্টারস ꧃(১৯৪৩), জ্যানি (১৯৪৪), হলিউড ক্যানটিন (১৯৪৪) ও দ্য হর্ন ব্লোজ অ্যাট মিডন🥂াইট (১৯৪৫) সিনেমায়।