নব্বই এর দশক থেকে আজ পর্যন্ত টালিউড ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বহু সিনেমায় অভিনয় করে ജদর্শকের কাঁদিয়েছেন-হাঁসিয়েছেন এই অভিনেত্রী। আবারও তারা জুটি বেঁধে পর্দায় আসতে চলেছেন। তবে এবার সিনেমায় নয়, হাজির হবেন একটি রিয়েলিটি শো’তে।
জনপ্রিয় টিভি চ্যানেল স্টার জলসায় প্রচারিত হয় রিয়েলিটি শো ‘ইস্মার্ট জোড়ি’। যার সঞ্চালনা করেন টালিউড সুপারস্টার জিৎ। আর এই শোতে এসেই ঋতুপর্ণা সম্পর্কে এক চাঞ্চল্যকর মজার তথ🌳্য দিলেন প্রসেনজিৎ। যা শুনে লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন ঋতুপর্ণা নিজেই।
প্রসেনজি👍ৎ জানান, রোমান্টিক অভিনয়ে ঘুমিয়ে পড়েন ঋতুপর্ণা। এ প্রসঙ্গে জানতে চাইলে গুনী এই শিল্পী বেলেন, “একটি সিনেমার রোম্যান্টিক দৃশ্যে শুটিং করার সময়ে আমার পায়ের কাছে বসার কথা ছিল অভিনেত্রীর। আচমকা আমি শুনতে পাই ঋতুপর্ণা নাক ডাকছেন। বুঝতে পারেন ঘুমিয়ে পড়েছেন আমার নায়িকা।”
এই পর্বটি দর্শকরা দেখতে পাবেন আগামী শনিবার (২৫ জুন)। পর্বটির নাম রাখা হয়েছে আশির দশকে ঋতুপর্ণা-প্রসেনজিৎ অভিনী♌ত সুপারহিট সিনেমা ‘অমর সঙ্গী’ সিনেমার নামে🎀র সঙ্গে মিল রেখে।
জিতের সঞ্চালনায় 🎶‘ইস্মার্ট জোড়ি’ রিয়েলিটি শো`-তে বাস্তব জীবনের ভালোবাসার কাহিনি জানাꦡন টালিউডের তারকারা। নানান মজার খেলাও হয়ে থাকে এই শো’-তে।