• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাংলালিংকের বিরুদ্ধে মামলা করতে আদালতে জেমস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ০২:২৬ পিএম
বাংলালিংকের বিরুদ্ধে মামলা করতে আদালতে জেমস

নিজ গানের মেধাসত্ব নিয়ে মামলা করতে আদালতে গেলেন নগরবাউল জেমস। রোববার মোবাইল অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে মেধসত্ব ল🧜ঙ্ঘনের অভিযোগ এনে আদালতে মামলা করতে যান তিনি। তবে শ🙈েষ পর্যন্ত মামলা না করেই ফিরে যান উপমহাদেশের জনপ্রিয় এই ব্যান্ড তারকা।

জানা✤ গেছে, ঢাকা মহানগর দায়﷽রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলা করতে আবেদন করেন তিনি। এ সময় বিচারক তাকে থানায় (গুলশান থানা) গিয়ে মামলা করতে পরামর্শ দেন। দুপুর ১টার দিকে তিনি বিচারকের পরামর্শে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল বলেন, “জেমস আদালতে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে আসেন। বিচারক গুলশান থানায় গিয়ে মামলা দায়ে👍রের পরামর্শ দেন। এছাড়া🍨 থানায় যদি মামলা না নেয় তাহলে আদালতে এসে মামলার আবেদন করতে বলেন।”

জেমসের আইজীবী 𒁃তাপস কুমার জানান, বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে আসেন জেমস। আদালতের পরামর্শে তিনি মামলা না করে ফিরে যান।

Link copied!