• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রণবীরের যে স্বভাবে বিরক্ত দীপিকা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২, ০২:১৪ পিএম
রণবীরের যে স্বভাবে বিরক্ত দীপিকা!

বলিউডের লাভবার্ড রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। প্রকাশ্যেই অনেকবার দীপিকা পাড়ুকোনের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন রণবীর সিং। দীপিকার জন্য যে কোন কিছু করতেও রাজি তিনি। অন্যদিকে, দীপিকা সেরা স্বামী বলে অভি✨হিত করেছেন রণবীরকে। রণবীরের সব কিছু পছন্দ হলেও, একটি বিষয় দীপিকার ভীষণ অপছন্দ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সে সম্পর্কে বলেছেন দীপিকা। 

দীপিকা ওই সাক্ষাৎকারে বলেছেন, ‘‘রণবীরের সব কিছুই আমার পছন্দ। শুধু একটি বিষয় বাদে। ও খুব তাড়াতাড়ি খাবার খায়। ওর এই স্বভাবটা আমাকে খুব বিরক্ত করে। আমি একটু খেতে না খেতেই ওর খাওয়া শেষ হয়ে যায়। এছাড়া ও আমাকে খুব বেশি বিরক্ত করে না।’’
স্বামীর কোন স্বভাব দীপিকাকে এখনও মুগ্ধ করে এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন দীপিকা। এমন প্রশ্নে তার উত্তর, ‘রণবীর খুবই সংবেদনশীল একজন মানুষ। ও সবার কথা ভাবতে পারে।’
সঞ্জয় লীলা বানশালির &ls🅘quo;গোলিও কি রাসলীলা রামলীলা’র সেটে ২০১২ সালে শুরু হয়েছিল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেমের গল্প। ছয় বছর প্রেম করার পর ২০১৮ সালে 💛রাজকীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি।

Link copied!