বিজ্ঞাপনচিত্রে জুটি বেঁধে অভিন♔য় করলেন ইমন ও বুবলী। ‘মু꧒ক্তা পানি’র বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে তাদের। এটি নির্মাণ করেছেন রবিন খান। শিগগিরই এটি দেশের সকল প্রচার মাধ্যমে সম্প্রচার হবে।
বিজ্ঞাপনটি প্রসঙ্গে রবিন খান বলেন, “মুক্তা পানির সঙ্গে আবেগ মিশে থাকে। এটি সরকারি অর্থায়নে প্রস্তুত ও বাজার⛎জাতকৃত একটি পণ্য। গাজীপুরে সমাজকল্যান মন্ত্রণালয়ের অধীনে এই পানি তৈরির কারখানাটি পরিচালিত হয়। এখানে যারা কর্মরত রয়েছেন তারা সবাই প্রতিবন্ধী। এরপর এখান থেকে যে লাভ হয় তার পুরো অংশ প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়।”
তিনি আরও বলেন, “এমন একটি পণ্যের প্ཧরচারের জন্য বিজ্ঞাপন নির্মাণের সুযোগ পেয়ে আমি আনন্দিত। ইমন ও বুবলীকে নিয়ে চমৎকার একটি টিমের সমন্বয়ে কাজটি করেছি। চেষ্টা ছিলো🧔 একটি আন্তর্জাতিক মানের টিভিসি তৈরি করার। আমার বিশ্বাস সবাই সেই ছাপ পাবেন। আমি বলবো এশিয়ার মধ্যে সেরা এমন একটি বিজ্ঞাপনচিত্র আমরা তৈরি করেছি।”