ফের চলচ্চিত্র জুটি বাঁধছেন ইমন ও আইরিন। ছবির নাম ‘কাগজ: দ্য পেপার’। এটি পরিচালনা করবেন জুলফিকার জাহেদী। এটির 𝓡চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।
সিনেমাটি প্রসঙ্গে ইমন বলেন, “ভিন্ন ধারার গল্পের সিনেমা এটি। গল্পটি এতোটাই ভালো লেগেছে যে, আমরা সমস্তটুকু দিয়ে কাজটি করব। ভিন্ন দুটি লুকে আমাকে ও আইরিনকে পর্দায় দেখা যাবে। আশা করছি🐼 দর্শক ভালো একটি সিনেমা উপহার পেতে যাচ্ꩵছেন।”
নির্মাতা জুলফিকার জাহেদী বলেন, “ঈদের পরই সিনেমাটির শুটিং শুরু ক🦄রার পরিকল্পনা ছিল। কিন্তু লকডাউনের কারণে এখন আর সেটি সম্ভব হচ্ছে না। এখন আমরা স্ক্রিপ্টে সব থেকে বেশি সময় দি🍸চ্ছি। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শুটিং শুরু করব।”
তিনি আরও জানান, কাগজ: দ্য পেপা🎃র’ নামের সিনেমাটি ক্লাসিক গল্পে নির্মিত হবে। এক যুগের মাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚঝের সব ফিলোসফি এবং কীভাবে সেই ফিলোসফির মৃত্যু হয় সে গল্পই সিনেমাটি তুলে ধরা হবে।
ইমন ও আইরিন ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা ফেরদ♔ৌস মম, রিয়া বর্মণ, রফিক, শিশির আহমেদ, যুবরাজ বিন আবিদ প্রমুখ।