দেশের ব্যান্ড মিউজিকের অবিস্মরণীয় এক ꦜউন্মাদনার নাম জেমস। তার গান মানেই শ্রোতাদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস আর সীমাহীন উল্লাস। ভালোবেসে𝐆 ভক্তরা তাই ‘গুরু’ বলে ডাকেন তাকে।
কিংবদন্তি এই সংগীতশিল্পী দীর্ঘ ১২ বছর ধরে নতুন কোনো গান করেননি। তবে সিনেমায় প্লেব্যা💦ক করেছিলেন। কিন্তু ভক্তদের কাছে জেমস মানে চিরচেনা অডিও-মৌলিক গান। দীর্ঘ বিরতির পর গত ঈদে ‘আই লাভ ইউ’ শিরোনামে নতুন গান উপহার দেন জেমস।
সেই রেশ কাটতജে না কাটতে আরও একটি নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জেমস। জানা গেছে, মাসখানেকের মধ্যেই তার নতুন গানটি প্রকাশ্যে আ✤সবে। এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান বসুন্ধরা ডিজিটাল থেকে প্রচারণা শুরু হয়ে গেছে।
গানটি নিয়ে জেমসের ব্যক্তিগত সহকারী রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, কেবল প্রচারণা শুরু হয়েছে। তবে গান প্রকাশ༺ হতে মাসখানেক সময় লাগবে। এর চেয়ে বেশি কিছু আপাতত প্রকাশ করতে চাইছেন না সংশ্লিষ্টরা। আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করেই বিস্তারিত জানাবেন।
আরও পড়ুন: আর্মি স্টেডিয়ামে ঝড় তুলবেন জেমস
গত ঈদে প্রকাশিত ‘আই লাভ ইউ’ গানটি জেমস তার ভক্তদের উৎসর্গ করেন। এ গানের কথায়ও ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। এ ছাড়া ভিডিওতে ছিল তার বিখ্যাত কিছু গানের ভাবার্থের দৃশ্যায়ন। ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে ৪০ লাখ।