জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচে ভর্তি শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে রোববার (২০ অক্টোবর) থেকে। এরই মধ্যে নবীন শিক্ষার্থীরা তাদের জন্য নির্ধারিত 🙈আবাসিক হলে উঠতে শুরু করেছেন।
বিশ্বব🧜িদ্যালয় প্রশাসন বিভিন্ন আবাসিক হলে গিয়ে হল প্রশাসনের সঙ্গে নবীন শিক্ষার্থীদের স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছে। নবাগত শিক্ষার্থীদের দীর্ঘদিনের গণরুম সংস্কৃতি এখন আর নেই।
ছাত্রদের ৩টি এবং ছাত্রীদের জন্য ৩টি নতুন নির্মিত ৬ট🐓ি 💜আবাসিক হলসহ ২১টি আবাসিক হলে নবীন শিক্ষার্থীরা প্রত্যেকেই সিট পাচ্ছেন। এতে খুশি নবীনরা।
নবীন শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকরা 🌳জানান, হলগুলোর আবাসন ব্যবস্থায় তারা সন্তুষ্ট। স্বস্তির সঙ্গে তারা বাড়ি ফিরে যাবেন।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, নবীন শিক্🐟ষার্থীরা তাদের নিজ নিজ হলে প্রথম দিনেই সিট পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার নিশ্চিত করতে পের𒐪ে তার প্রশাসন আনন্দিত।
উপাচার্য বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে তার প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। আবাসিক হলে এবং একাডেমিক ভবনেও শিক্ষার্থীদের🦩 সুযোগ-সুবিধা বৃদ্ধি ক﷽রতে তার প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে ক্যাম্পাসের ভেতর অটোরিকশা ও অন্যান্য যানবাহনকে নি🔴র্দিষ্ট গতিসীমা মেনে সতর্কতার সঙ্গে চলাচল করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে জানানো হয়, ক্যাম্পাসের ভেতরে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নিবন্ধ🔯িত বা অনুমোদনকৃত অটোরিকশা চলাচল কꦛরতে পারবে। অনুমোদনহীন অটোরিকশা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চলাচল করতে পারবে না। অনুমোদনকৃত অটোরিকশাগুলোকে নির্দিষ্ট গতিসীমা মেনে চলতে হবে এবং নির্ধারিত ভাড়া নিতে হবে। অন্যথায় প্রমাণ সাপেক্ষে তাদের নিবন্ধন বাতিল করা হবে।
এছাড়𓆉া 🐎মোটরসাইকেল ও অন্যান্য যান চলাচলেও নিদিষ্ট গতিসীমা মেনে সতর্কতার সঙ্গে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।