• ঢাকা
  • রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ১১ কার্তিক ১৪৩১, ২৩ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রাবি ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০৪:২৮ পিএম
রাবি ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী
মাসুদ কিবরিয়া। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংসদের ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ꦚশিক্ষার্থী মাসুদ কিবরিয়াকে সভাপতি ও একই বর্ষের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী পরমা মোস্তফাকে সাধারণ 🌜সম্পাদক করা হয়েছে। তাদের মধ্যে মাসুদ কিবরিয়া একসময় ছাত্রলীগ করতে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৬ অক্টো﷽বꦗর) রাতে নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক মুন হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পরই কমিটিতে সাবেক ছাত্রলীগ কর্মী শীর্ষ পদ পাওয়ায় সমালোচনার সৃষ্টি হয়।

নবগঠিত কমিটির সভাপতি মাসুদ কিবরিয়া প্রথম বর্ষে থাকাকালে সদ্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ২০২১ সালের নভেম্বরে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীকে র্যাগিং করার অভিযোগ উঠেছিল। এ ছাড়া কমিটির সহকারী সাধারণ সম্পাদক চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুক্💫তাদির করিম কুয়াশার বিরুদ্ধেও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ছাত্র ইউনিয়নের নতুন এই কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনা করছেন নেটিজেনরা। রাকিব হোসেন নামের একজন ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামের ফেসব💙ুক গ্রুপে লিখেছেন, “বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মতো ঐতিহ্যবাহী একটা সংগঠনের ব্যানারে এসব ছাত্রলীগ কর্মীর প্রত্যাবর্তনের তীব্র নিন্দা জানাচ্ছি।”

কমিটির সংবাদ বিজ্ঞপ্তিটি শেয়ার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবি সমন্বয়ক মেহেদী হাসান মুন্না লিখেছেন, “রাবিতে নকল ছাত্র ইউনিয়🎉নের আত্মপ্রকাশ। সিপিবিকে অতিক্রম করে আওয়ামী লীগ বাদ দিয়ে ছাত্রলীগ হওয়ার চেষ্টায় কোনও কমতি নেই।”

ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগের বিষয়ে মাসুদ কিবরিয়া বলেন, “প্রথম বর্ষে হলে সিটের জন্য আমি কিছুদিন ছাত্রলীগের প্রোগ্রামে গিয়েছিলাম। পরে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে গেলে তারা আমাকে হল থেকে ꦇবের করে দেয়। ছাত্রলীগের রাজনৈতিক মতাদর্শ আমার কখনোই ꦦপছন্দ ছিল না।”

এ বিষয়ে সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি শাকিলা খাতুন বলেন, “তারা আমাদের সঙ্গে অনেকদিন ধরেই কাজ করছেন। এজন্যই তাদ🏅ের কমিটিতে রেখেছি। তাদের সঙ্গে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহ𝔉ী বিশ্ববিদ্যালয় সংসদের ৩২তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট নতুন এ কমিটি গঠন করা হয়। কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন রাবি শাখা ছাত্র ইউনিয়নের সদ্য বিদায়ী সভাপতি শাকিলা খাতুন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মেহেদি হাসান, সাংগঠনিক সম্পাদক তাওফিক ইসলাম, কোষাধ্যক্ষ মেহের, দপ্তর🐻 সম্পাদক মুন হোসেন, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক লাবিব হক।

কমিটিতে সদস্য হিসেবে আছেন, শাকিলা খাতুন, মিনহাজ হাবিব ও গোলাম মোস্তফা। এ ছাড়া চারটি সদস🀅্যপদ খ🌺ালি রাখা হয়েছে।

তথ্য : বাংলা ট্রিবিউন

Link copied!