• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


৩ দিন ধরে নিখোঁজ চার বোন


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: মে ২৮, ২০২২, ০৯:৫২ পিএম
৩ দিন ধরে নিখোঁজ চার বোন

কুমিল্লার নাঙ্গলকোটে তিন দিন ধরে নিখোঁজ🔥 মাদরাসা পড়ুয়া চার বোন। বৃহস্পতিবার (২৬ মে) মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়, এরপর আর ফেরেনি। আত্মীয়-স্বজন ও ওই শিক্ষার্থীদের বান্ধবীদের বাড়িতে খোঁজ নিয়ে কোনো সন্ধান না পেয়ে শুক্রবার (২৭ মে) রাতে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাদের বাবা মজিবুল হক।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কালেম গ্রামের মজিবুল হকের চার মেয়ে। তাদের মধ্যে তাসনিম জাহান (১৭), মারজাহান (১৪), তাজিন সুলতানা (১২) নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদরাসার ছাত্রী। আর মাইশা সুলতানা (৬) নারুয়া তালিমুল কোর�💦�আন মডেল মাদরাসার ছাত্রী।

বুধবার (২৫ মে) একই ইউনিয়নের নারুয়া গ্রামের নানাবাড়িতে বেড়াতে যায় নিখোঁজ চার বোন। পরদিন বৃহস্পতিবার😼 সকাল ৯টার দিকে তারা নানাবাড়ি থেকে মাদরাসায় যাওয়ার কথা বলে বের হয়। এরপর থেকে তাদের কেউ-ই আর বাড়ি ফেরেনি। তাদের প♉রিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তাদের কোনো সন্ধান পায়নি।

চার মেয়েকে খুঁজে পেতে স্থানীয় প্রশাসন ও সবার সহযোগিতা কামনা করেছে নিখোঁজ𒁏 মেয়েদ🤪ের পরিবার।

বিষয়টি নিশ্চিত করে🐠 নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত চ🌟লমান আছে।” 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!