• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


১০ কোটি টাকা নিয়ে উধাও প্রতারক চক্র


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১, ০৩:১৩ পিএম
১০ কোটি টাকা নিয়ে উধাও প্রতারক চক্র

জামালপুরের মাদারগঞ্জে গ্রাহকদের ১০ ক𒅌োটি টাকা নিয়ে পালিয়েছে সমবায় সমিতির দুই কর্মকর্তা। এ ঘটনায় মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি দিয়েছেন ভুক🐻্তভোগীরা।

দীর্ঘদিনেও টাকা ফেরৎ না পে🧜য়ে সওোমবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছেন তারা।

জানা গেছে, দুর্নীতির দায়ে জনতা ব্যাং༺ক থেকে চাকরিচ্যুত হয়ে উপজেলার গুনারীতলা গ্রামের আইনুল হক একই এলাকার দৌলতুজ্জামানকে সঙ্গে নিয়ে উদয়ন বহুমূখী সমবায় সমিতি গড়🅺ে তুলেন।

২০০৫ সালে গঠিত ওই সমিতি⛄র নামে সমবায় অফিস থেকে রেজিস্ট্রেশন নিয়ে সঞ্চয়ী আমানত স্কিম চালু ক♋রা হয়।

এরপর ১২-১৩ বছরে ꩵগ্রাহকদের কাছ থেকে অন্তত ১০ কোটি টাকা তুলে এলাকা ত্যাগ করে আমিনুল ও দৌলতুজ্জামান। এ অবস্থায় দুই প্রতাকরকের ফাঁদে পড়ে ওই সমিতিতে জমানো টাকা ফেরত না পেয়ে দিশেহার হয়ে পড়েছেন গ্রহকরা।

সোমবার উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে অংশ নেওয়া সমিতির সদস্য লিলি রাণী দাস জানান, তিনি ১৩ বছরে ওই সমিতিতে ৩ লাখ ৮৪ হাজার ট🍸াকা জমা করেছ൩েন।

গুনারীতলা পশ্চিম পাড়ার আলম বলেন, “ঢাকায় পোষাক শ্রমিকে কাজ করা তিন মেয়ের ২ লাখ ১০ হাজার রে🅺খেছিলাম সমিতিতে। টাকা নিয়ে উধাও হয়ে যাবার পর থেকেই মেয়েদের সংসারে অশান্তি শুরু হয়েছে।”

কষ্টার্জিত টাকা🅘 ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন প্রতারিত কয়েকশত🍃 গ্রাহক।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী ꦅঅফিসার (ইউএনও) ইলিশায় রিছিলের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে ওই দুই প্রতারকের কাছ থেকে টাকা উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্বারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা।

আবেদনের স্বাক্ষর করেন সমিতির সদস্য মতিউর রহমান, আমিনুর রহমান, আবু সাইদ ও লিখন চন্দ্র রবিদাস প্রম🌳ুখ।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!