সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ💜্চিম সুন্দরবনে বাঘের আক্রমণে মুজিবর রহমান (৫০) নামে এক জেলে ▨নিহত হয়েছেন।
সোমবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের💟 পায়রাতলী এলাকায় বাঘের আক্রমণের শিকার হন মুজিবর রহমান। নিহত মুজিবর রহমান শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পারশ♔েখালী গ্রামের আক্কাস আলীর ছেলে।
শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, তিন দিন আগে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখাল♐ী স্টেশন থেকে সহযোগী জেলেদের সঙ্গে চুনকুড়ি এলাকার মহাজন অহিদুল মিস্ত্রির নৌকায় সুন্দরবনে 🌳যান মুজিবর রহমান। সোমবার বিকালে তিনি বাঘের আক্রমণের শিকার হন।সন্ধ্যা পর্যন্ত মুজিবরের মৃতদেহ উদ্ধার করা যায়নি।
কৈখালী স্টেশন অফিসার হারুন-উর রশিদ জানান, বৈকেরি এলাকায় বাঘের 🍃আক্রমণে এক জেলের মৃত্যুর খবর তিনি জেনেছেন। রাতে সহযোগীরা মৃতদেহ নিয়ে লোকালয়ে ফিরলে বিস্তারিত জানা যাবে।