• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শিবচরে কৃষক‌দের মা‌ঝে বীজ ও সার বিতরণ


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১, ০৫:২৮ পিএম
শিবচরে কৃষক‌দের মা‌ঝে বীজ ও সার বিতরণ

𒁃২০২১-২২ অর্থবছরের রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাদারীপু‌রের শিবচ‌রে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ&n🥀bsp;করা হ‌য়ে‌ছে।

বিতর‌ণের প্রথম‌ দিন বৃহ🐽স্প‌তিবার দুপুরে শিবচর উপজেলা পরিষদ চত্বরে ২ হাজার ৫শ প্রা‌ဣন্তিক কৃষকের মা‌ঝে স‌রিষা বীজ বিতরণ করা হয়। মোট ৬ হাজার ১শ কৃষকের মা‌ঝে এই বীজ ও সার বিতরণ করা হ‌বে। শিবচর উপজেলা কৃষি অফিস সূত্রে এ তথ্য জানানো হয়।

শি🍸বচর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মো. আসাদুজ্জামানের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ‌হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন শিবচর উপ‌জেলা চেয়ারম‌্যান আব্দুল লতিফ মোল্লা। শিবচর উপজেলা কৃ‌ষি কর্মকর্তা অন‌ুপম রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বিএম আতাউর রহমান𝔉, ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান ফাহিমা আক্তার, ভাণ্ডারীকা‌ন্দি ইউ‌পি চেয়ারম‌্যান আবুল কালাম চোকদার প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

উপজেলা কৃ‌ষি কর্মকর্তা অনুপম রায় জানান, ২০২১-২২ অর্থবছরের রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ&nbs𝄹p;শ😼ুরু করা হয়।

প্রথম দি‌নে ২ হাজার ৫শ কৃষকের মা‌ঝে স‌রিষা বীজ বিত꧃রণ করা হ‌য়ে‌ছে। পর্যায়ক্রমে গম, হাই‌ব্রিড ভুট্টা, হাই‌ব্রিড সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, শীতকালীন মুগ, মসুর, খেসারির বীজ বিতরণ করা হ‌বে। মোট ৬ হাজার ১শ কৃষকের ꦰমা‌ঝে এই বীজ ও সার বিতরন করা হ‌বে বলে জানান উপজেলা কৃ‌ষি কর্মকর্তা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!