দিনাজপুরের বিরামপুরের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ আমিনুর ওরফে আমিরুল ইসলাম𝓀কে (৩৬) মাদক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দিনাজপুরের বিরামপ🉐ুর পৌর শহরে বাড়ীর পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাদক মামলায় আমিরুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
আটক আমিরু☂ল ইসলাম বিরামপুর উপজেলার দিওড় ইউপির এমদাদুল হജকের ছেলে এবং তিনি উপজেলার দিওড় ইউপির ৯নং ওয়ার্ডের নবনির্বাচিক ইউপি সদস্য।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, আমিরুল ইসলামের বিরুদ্ধে বিরামপুরসহ বিভিন্ন থ🦂💧ানায় ৪টি মাদক ও চাঁদাবজির মামলা রয়েছে।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত আরও জানান, রাত ৯টার দিকে অভিযান চালিয়ে বিরামপুর পৌরশহরের সাবেক এক ইউপি সদস্যের বাড়ীর পাশ থেꦗকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২১ জানুয়ারি) তাকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে।