নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক হারবে না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেছেন, “আমি সারাজীবন প্রতীকের পক্ষে কাজ ক🦂রেছি।&rdq🅠uo;
রোববার (১৬ জানুয়ারি) নাসিক নির্বাচনে ভোট দিতে এসে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন🌞 তিনি।
শামীম ওসমান বলেন, “সবাইকে ন🐲িয়ে কাজ করতে ꦉচাই। সবচেয়ে বড় অর্জন, মৃত্যুর পর মানুষ যেন মনে রাখে। রাজনীতিকে আমি ইবাদত মনে করি। উপরে আল্লাহ, নিচে শেখ হাসিনা।”
এই সংসদ সদস্য আরও বলেন, “ভোটের আগে প্রার্থীরা ভোটারের কাছে যান, ছবি তোলেন। আমার অনুরোধ ভোটের পরে যেন কারও পেটে লাথি না মারেন। রাজনীতি যোগ্যত🦄ার ভিত্তিতে করা উচিত, উত্তরাধিকার সেখানে বিবেচনায় আসা উচিত নয়।”
সেলিনা হায়াৎ আইভী যদি নির্বাচনে হেরে যান, তাহলে প্রার্থী হারবেন নাকি নৌকা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “নৌকার প্রার্থী হারবে না। ‘যদি&rsq✃uo; বলে এখানে কোনো কথা নেই।”
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দে🌳ন স্থানীয় সংসদ সদস্যဣ একেএম শামীম ওসমান।
ভোটকেন্দ্র থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় শামীম ওসমান বলেন, আল্লাহর রহমতে নারায়🅰ণগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তিনি আরো বলেন, &ꦑldquo;আমি নৌকার নির্বাচন করেছি। অন্য কারো নির্বাচন করিনি। আমি আশা করব, যাকে আমি ভোট দিয়েছি, সেই নৌকা মার্কারই জয় হবে।”
৩০ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নি🦂র্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে সেলিনা হায়াত আইভী। এর আগে দুবার নাসিকের মেয়র নির্বাচিত হন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতি প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিএনপির বহিষ্কৃত নেতা তৈমূর আলম খন্দকার, খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন দেয়ালঘড়ি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ হাতপাখা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন বটগাছ, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস হাতঘড়ি এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম ঘো⭕ড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়া সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩২ জন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ ꧟হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৯ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার দুই লাখ ৫৭ হাজার ১১১ জন। ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন চারজন।