খাগড়াছড়ির🦩 মাটিরাঙ্গায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে༒ রুমা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আলৌকিকভাবে বেঁচে গেছে তার ১ বছর বয়সী শিশুকন্যা ।
শুক্রবার﷽ (২৬ আগস্ট) সকালে মাটিরাঙ্গার পলাশপুর আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমা আক্তার মাটিরাঙ্গার আমতলী♕ ইউনিয়নের করল্যꦑাছড়ির রওশন আলীর মেয়ে।
স্বজনরা জানান, কয়ে꧃কদিন আগে দাদির মৃত্যুতে খবর পেয়ে নোয়াখালীর শ্বশুর বাড়ি থেকে খাগড়াছড়ির বাবার বাড়ি এসেছিলেন রুমা। শুক্রবার নোয়াখালী ফিরে যেতে মাটিরাঙ্গা বাজারে যাওয়ার পথে আমবাগান এলাকায় মাহেন্দ্র থেকে পড়ে গিয়ে বিপরীত দিক থেকꦍে আসা ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় তার কোলে থাকা ১ বছর বয়সী শিশুকন্যার কিছু হয়নি।
ম🌠াটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, ঘটনার পর ট্রাক ও মাহেন্দ্র জব্দ করা হয়েছে। চালকেরা 🌱পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।