• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

হত্যা নাকি আত্মহত্যা, রহস্যভেদে মাঠে পুলিশ


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৩, ২০২২, ০৫:৫৫ পিএম
হত্যা নাকি আত্মহত্যা, রহস্যভেদে মাঠে পুলিশ
অর্ক প্রিয়া ধর । ছবি : সংগৃহীত

ময়মনসিংহ শহরের এক বহুতল ভবনের ছ🧜াদ থেকে পড়ে অর্ক প্রিয়া ধর সৃজিতা (১৫) নামের এক স্কুলছাত্রী রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত সৃজিতা ময়মনসিংহ কর্মাস কলেজের অধ্য♌াপক স্বপন ধরের মেয়ে।

রোববার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে শহরের ꦫস্বদেশী বাজার রোডে এ ঘটনা ঘটে। রাইট পয়েন্ট ভবনের ষষ্ঠতলায় মৃত সৃজিতার খালার বাসা। সে প্রায়ই সেই বাসায় বেড়াতে যেত। তবে স⛄ে পড়ে গেছে, পড়ে গেলে কীভাবে পড়েছে, নাকি কেউ তাকে ফেলে দিয়েছে, সে রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ।

জানা গেছে, মৃত সৃজিতা 🐽শহরের বিদ্যাময়ী স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তার মা অর্পণা দে মুক্তাগাছা উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, “এ মৃত্যুর ঘটনাটি বেশ রহস্যঘেরা। এ♎টি আত্মহত্যা না পরিকল্পিত হত্যাকাণ্ড, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে মৃতের শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে।”

ওসি আর🌌ও বলেন, “এ অবস্থায় ভিকটিমকে কেউ ছাদ থেকে ফেলে দিয়েছে, না সে নিজেই লাফ দিয়ে আত্মহত্যা করেছে, তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

এদিকে ঘটনাস্থলের আশপাশে থাক🦋া সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ চলছে। আশা করা যাচ🅷্ছে শিগগিরই রহস্য উদ্ঘাটন হয়ে যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!