রাজধান🍸ীর কেরানীগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (২৯ আগস্ট) সকালে উপজেলার শাক্তা ইউনিয়নের আশরিনগর টাওয়ার এলাকায় এ ঘটনা ღ♑ঘটে।
নিহত রাজিব হোসেন (২১) শরিয়তপুর জেলার সখিপুর থানার চরচান্দা হাওলাদার কান্দির শহিদ খার ছেলে। ঘটনায় আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলার আটি আয়শা জেনারেল হা🧔সপতালে পাঠানো হয়।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই ছানোয়ার জানা♉ন🐟, আশরিনগর এলাকায় তাজুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি অরক্ষিতভাবে একটি ভবন নির্মাণ কাজ করছিলেন। ভবনের ছাদে সকালে কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ শুরু করলে এক পর্যায়ে তাদের কাছে থাকা একটি রড পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে আসে।
এতে নির্মাণ শ্রমিক রাজিব হোসেন বিদ্যুৎ🐲স্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এসআই ছানোয়ার।