• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ২৩ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের উই হাট বাজার মেলা


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: জুন ৯, ২০২৩, ০৫:০৪ পিএম
টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের উই হাট বাজার মেলা

টাঙ💞্গাইলে নারী উদ্যোক্তাদের নিয়ে দুই দিনব্যাপী উই হাট বাজার মেলার উদ্বোধন করা হয়েছে। উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) ট্রাস্টের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।

শুক্রবার (৯ জুন) বেলা ১১টার দিকে টাঙ্গাইল পৌরসভা𓂃র মেয়র এসএম সিরাজুল হক আলমগীর মেলার উদ্বোꩲধন করেন। 

শুক্রবার শুরু হওয়া এই মেলা চলবে শনিবার (১০ জুন) সন্ধ্যা ৭টা পর্যন্ত। মেলায় ২০টি স্ಌটল অংশগ্রহণ করেছে। মেলায় একেকটি স্টলে হাতে তৈ༒রি নানা ধরনের পণ্য সাজানো হয়েছে। কোনোটিতে পোশাক, তাঁতের শাড়ী, অলংকার, হস্তশিল্প, আচার, হোমমেড খাবার ও কোনো স্টলে বাহারি সাজসজ্জার উপকরণ।

মেলায় তাজবিব আক্তার নামের এক ক্রেতা বলেন, “আমি ফেসবুকে দেখে উই হাটবাজার মেলায়🌳 এসেছি। মেলায় ঘুরে ভীষণ ভালো লাগল। দেশি পণ্যের সমাহার দেখে মনটা ভরে গেছে। সেই সঙ্গে দামটাও মার্কেটের তু𒊎লনায় কম।”

উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) ট্রাস্টের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মাহবুবা খান জ্যোতি বলেন, দেশের ৬৪ জেলায় উই হাটবাজার মেলা শুরু হয়েছে। ছোট ছোট পরিসরে এমন মেলা স্থানীয় উদ্যোক্তাদের সম্ভাবনার খাত তৈরি ক❀রবে। আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ মেলার আয়োজন করব।

Link copied!