• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গর্ভাবস্তায় আত্মহত্যা, কবর থেকে তোলা হলো তরুণীর লাশ


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২০, ২০২৩, ০৫:৪৪ পিএম
গর্ভাবস্তায় আত্মহত্যা, কবর থেকে তোলা হলো তরুণীর লাশ

রংপুরে আত্মহত্যার সাত মাস পরে 🎃কবর থেকে বর্ষা হোসাইন বর্না (২০) নামের এক তরুণীর লাশ উত্তোলন করেছে সিআইডি। 

সোমবার (২০ মার্চ) দুপুরে নগরীর খাসবাগ এলাকায় পারিবারিক কবরস💮্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।

সিআইডি🐷 রংপুরের পুলিশ পরিদরܫ্শক শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, খাসবাগ এলাকার বেলাল হোসেনর মেয়ে বর্ষা🎃 হোসাইন ফ্রিল্যান্সিংয়ের কাজ করতেন। প্রতিবেশী  রিপন মিয়ার ছেলে জিয়াদ হোসেনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। জিয়াদ বিয়ের প্রলোভন দিয়ে বর্ষার সঙ্গে শারিরিক সম্পর্ক গড়ে তোলেন। 🦩একপর্যায়ে বর্ষা গর্ভবতী হয়ে পড়লে তার ও জিয়াদের পরিবারকে জানান।

জিয়াদের পরিবার গর্ভ🦹ের সন্তান নষ্ট করে ফেলতে বলেন। বর্ষা রাজি না হওয়ায় তারা নানারকম কটুক্তি করতে থাকে। পরবর্তী সময়ে অপমান সহ্য করতে না পেরে গত বছরের ২ সেপ্টম্বর রাতে বর্ষা আত্মহত্যা করেন। এঘটনায় ইউডি মামলা করা হয়।  

অপরদিকে বর্ষার মা শাহিনা বেগম রংপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে ৬ জনꦍকে আসামি করে মামলা করেন। মামলার আসামিরা হলেন জিয়াদ হোসেন, ছবি বেগম, মনি বেগম, সিরাজ উদ্দিন, সাজু মিয়া ও মো. রিফাত।

মামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের জন্য গত ১২ জানুয়ারি আদালত কবর থেকে লা🦋শ উত্তোলন করার অদেশ দেন। 

Link copied!