• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মায়ের কোল থেকে আড়াই মাসের শিশু চুরি


কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: জুন ১১, ২০২৪, ০৭:৩৯ পিএম
মায়ের কোল থেকে আড়াই মাসের শিশু চুরি

কুষ্টিয়ার কুমারখালীর আদাবাড়িয়া গ্রামে আড়াই মাসের এক শিশুকে চুরির ঘটনা 𝓡ঘটেছে। স্বজনদের দাবি, সোমবার (১০ জুন) রাতে মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় কোল থেকে শিশুটিকে কে বা কারা নিয়ে গেছে।

চুরি যাওয়া শিশুটির নাম ইসরাফিল। সে উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা আনন্দপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে। সোমবার মায়ের সঙ্গে একই উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাജড়িয়া গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল ইসরাফিল। ওই বাড়ি থেকেই চুরির ঘটনা ঘটেছে।

শিশুটির মা রেহেনা বেগম জানান, রাতের খাওয়া শেষে শিশু ইসরাফিলকে নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। তাদের মাঝে মেজ ছেলে ঘুমিয়ে ছিল। রাত ১০টার💖 দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখতে পান তার পাশে ইসরাফিল নেই। এসময় ঘরের দরজার খিল 👍খোলা দেখেন তিনি। তাৎক্ষণিকভাবে বাড়ির সবাই খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাননি। পরে সকালে বিষয়টি পুলিশকে জানানো হয়।

বাগুলাট ইউনিয়ন পরিষদের চেয়া💦রম্যান আজিজুল হক নবা বলেন, “আদাবাড়িয়া গ্রামের মোহন মণ্ডলের বাড়ি🏅 থেকে শিশু চুরির ঘটনাটি জেনেছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।”

কুমারখালী থানার ভা⭕রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, শিশু🍸টিকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Link copied!