• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আউশ ধান উঠায় কমছে চালের দাম: খাদ্যমন্ত্রী


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২, ০৮:২৭ পিএম
আউশ ধান উঠায় কমছে চালের দাম: খাদ্যমন্ত্রী

আউশ ধান বাজারে উঠায় চালের দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদা♒র।

রোববার (২৮ আগস্ট) দুপুরে ম൩হাদেবপুর উপজেলার উত্তরগ্রাম এলাকায় আউশের মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেꦫন তিনি।

এ বছর আউশ মৌসুমজুড়ে আবহাওয়া ভালো থাকায় অন্যান্য বছরের তুলনায় আউশের ফলন ভালো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “ইতোমধ্যে বাজারে আউশ ধান উঠতে শুরু করেছেℱ। বাজারে চালের দামও কমতে শুর🎃ু করেছে। এছাড়াও সরকার খাদ্যবান্ধব কর্মসূচি গ্রহণ করছে।”

খাদ্যমন্ত্রী বলেন, “আউশ চাষের জন্য সরকার ব্যাপক কৃষি প্রণোদনা দিয়েছে কৃষকদের। কৃষকরা যে আশা নিয়ে আউশ চাষাবাদ করছিলেন তাদের স্বপ্ন-আশা পূরণ হবে। বাজারে এই ধানের দামও ভালো রয়েছে। কৃষকরা ভালো💙 লাভবান হবেন।”

ব্যবসায়ীদের হুঁশিয়ারি করে মন্ত্রী বলেন, “চাল পর্যাপ্ত মজুদ আছে। অযথা দাম বাড়꧑িয়ে বেশি মুনাফা লাভের আশায় বাজারে অশ্লীলতা কেউ তৈরি করবেন না।”

পরিদর্শনের ♏সময় স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলেন খাদ্যমন্ত্রী।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!