চাঁপাইনবাবগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের🗹 কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে এক আলোচনা সভা꧟র আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম🦂েদ শিমুল। বিশেষ অতিথির বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি ও বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ๊ জেলা শাখার সভাপতি মো. জিয়াউর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, “সামাজিক সম্প্রীতির দেশ বাংলাদেশে আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে সহমর্মিতার মাধ্যমে বাস করি। আর তাই অসাম্প্রদায়িক বাংলাদেশে সামাজিক সম্প্রীতি জোরদার করতে সরকার দেশব্যাপী যে সামাজিক সম্প্রীতি কমিটি গঠন করেছে, সেই কমিটির সদস্যরা শুধু ধর্মীয় নয়, সব ক্ষেত্রে সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিশেষ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ ছাড়া ধর্মীয় উগ্রꦰবাদ, জঙ্গিবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রতিহত করার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ডু, অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ🌼সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ অন্যান্য ধর্মের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থি𒐪ত ছিলেন।