সাতক্ষীরার তালায় জলাবদ্ধ ৪ শতাধিত বানভাসিকে ত্রাণ সহায়তা দিয়েছে💜ন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ওܫ সাবেক এমপি হাবিবুল ইসলাম।
শ🌜নিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দেওয়ানী পাড়া ও লাউতারা গ্রামের বানভাসিদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
তেতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন তালা উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অধ্যাপক মো🍨শাররফ হোসেন।
প্রধান অতিথি বলেন, “তালা উপজেলায় বৃষ্টির পানিতে যেসব এলাকা প্লাবিত হয়ে আছে তা আগামী ১ মাসের মধ্যে নদী নালা কেটে পানি নিষ্কাশন করা হবে। মানুষ যাতে ইরি ধান চাষ করতে পারে সে বিষয়ে আমি জেলা প্রশাসন ও সরকারি কর্তৃপক্ষে🔯র সঙ্গে কথা বলে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করব।”
এসময় তালা উপজেলা বিএনপির সভাপতি মিনাল কান্তি, সহসভা🦩পতি শেখ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম,꧋ বিএনপির সদস্য আব্দুল মান্নান মোড়ল মিটু, তালা উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার, সদস্য সচিব মন্টু ছাত্রদলের সদস্য তুহিন হৃদয়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।