মুন্সিগঞ্জের লৌহজং উপไজেলায় বাল্কহেডের ধাক্কায় পিকনিকের একটি ট্রলার ডুবে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৫ জন।
শনিবার (৫ আগস্ট) রাত ♒৮টার দিকে উপজেলার তালতলা-গৌরগঞ্জ খালের রসকাঠি এলাকায় ꦅএ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্ღতিদের পরিচয় শনা🐽ক্ত করা যায়নি।
এসব তথ্য নিশ্চিত করেন লৌহজং ফায়ার সার্ভিস স্টেশনের কর🍒্মকর্তা কায়েস আহম্মেদ জানান, তারা রাত ৮টার দিকে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যান। তার আগেই স্থানীয়রা চারজনের লাশ উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিস আরও ৪ জনের লাশ উদ্ধার করে। এখনো পাঁচজন নিখোঁজ আছেন।
স্♚থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দুপুরের পর সিরাজদিখান উপজেলার লতাব্দি ইউনিয়নের নারী-শিশুসহ কিছু ব্যক্তি ট্রলারে করে পদ্মা নদীতে পিকনিকে যান। পিকনিকꩲ শেষে ট্রলারটি তালতলা-গৌরগঞ্জ খাল দিয়ে লতাব্দির দিকে যাচ্ছিল। রাত আটটার দিকে ট্রলারটি লৌহজংয়ের রসকাঠি এলাকায় পৌঁছালে একটি বাল্কহেড ধাক্কা দেয়। এতে ট্রলারটি পানিতে তলিয়ে যায়।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, মৃত ব্যক্তিরা সবাই লতাব্দি ইউনিয়নের বাসিন্দা। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের কাজ চলছে। বাল্কহেডটি আটক করা হয়েছไে। বাল্কহেডের চালকসহ বাকিরা পলাতক।