কিশোরগঞ্জের অষܫ্টগ্রামে 🔯হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সꦑ꧑কাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর হাওরে এ ঘটনা ঘটে।
নিহত ওই জেলের নাম জাহাঙ্গীর আলম (১৭)। তিনি অষ্টগ্রাম সদর🍬 ইউনিয়নꩲের আড়ারপাড় গ্রামের মো. আরজুদ আলীর ছেলে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে হাওরে মাছ ধরার জাল পেতে রাখেন জাহা▨ঙ্গীর ও তার বোন জামাই হারিছ মিয়ꦦা। সকালে নৌকা নিয়ে জাল উত্তোলন করতে যান দুজনেই। এসময় আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হলে বজ্রপাতের আঘাতে জাহাঙ্গীর নৌকা থেকে পড়ে পানিতে নিখোঁজ হন।
পরে নিহতের স্বজন ও অন্য মৎস্যজীবী নৌকার জেলেরা মিলে জাহাঙ্গীরকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্ꦉতব্যরত চিকিৎসক তাক🌊ে মৃত ঘোষণা করেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।