• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মাটি কাটতেই মিলল কামানের গোলা!


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ০৩:০৪ পিএম
মাটি কাটতেই মিলল কামানের গোলা!

মেহেরপুরের সদরඣ উপজেলায় ম𝓰াটি কাটতে গিয়ে অবিস্ফোরিত কামানের গোলা পাওয়া গেছে।

রোববার (২৫ আগস্ট) সকালে উপজেলার কালাচাঁদপুর গ্রাম দিয়ে প্রবাহিত ভৈরব নদী তীরের মাটি খননের সময় এটি পাওয়া যায়। পরে থানায় খবর দেওয়া হলে প✅ুলিশ🔥 এসে গোলাটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে কালাচাঁদপুর গ্রামের নদীর মাটি অপসারণের লক্ষ্যে খনন কাজের সময় গোলাটি ꦆপাওয়া যায়। খবর পেয🅷়ে কামানের গোলাটি উদ্ধার করে মেহেরপুর সদর থানার হেফাজতে রাখা হয়েছে। এটি সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত কামানের গোলা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুক্তিযুদ্ধে ব্যবহার করা হলেও তা বিস্ফোরিত হয়নি বলে মনে করছে পুলিশ।

স্থানীয়রা জানান, ১৯৭১ সালে এ এলাকায় বেশ কয়েকটি গোলাবারুদ বিস্ফোরিত হয়। গোলাবারুদ সদৃশﷺ বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা।

মেহেরপুর পুলিশের অতিরিক্ত প💛ুলিশ সুপার সার্কেল আব্দুল করিম বলেন, আদালতের অনুমতি সাপেক্ষে বোমা ডিস্পোজাল ইউনিটের মাধ্যমে গোলাটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

Link copied!