খাগড়াছড়ির দীঘিনালায় বন্যার পানিতে ডুবে রুষা চাকমা (১১) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার মেরুং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জয়ন্ত কার💎বারি পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে মৃত র🧔ুষা চাকমার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
মৃত রুষা চ💮াকমা ওই এলাকার পল্টু চাকমার মেয়ে। সে চঙ্গাছড়ি উচ্চ বিদ🦄্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
মেরুং ইউনিয়নের꧂ ৮নং ওয়ার্ড মেম্বার শান্তি প্রিয় চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বিকেলে বাড়ির পাশে বন্যার পানিতে তলিয়ে যায় রুষা চাকমা। এলাকার লোকজন পানিতে খোঁজাখুঁজি করে সন্ধ্যার দিকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন।