• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এফ দীপঙ্কর মহাথেরের মরদেহ উদ্ধার


বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪, ০৫:৩৪ পিএম
এফ দীপঙ্কর মহাথেরের মরদেহ উদ্ধার
ড. এফ দীপংকর মহাথের। ছবি : সংগৃহীত

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউপির বান্দরবান সদরস্থ কালাঘাটার নিকটবর্তী আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি🔯 বৌদ্ধ বিহারের প্রধান🍨 ভান্তে ড. এফ দীপংকর মহাথেরের (ধুতাঙ্গ ভান্তে) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণ🦩ে আত্মহত্যা করেছেন, তার🥃 কারণ জানা যায়নি। 

শনিবার (১৩ জুলাই) তার মরদেꦿহ উদ্ধার করা হয়। স্থানীয় গণমাধ্যম পার্বত্যনিউজের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী।

ওসি প🌳ারভেজ আলী বলেন, “এ ধরনের একটা খবর পেয়ে আমাদের থানা পুলিশের একটি দল ঘটনা♌স্থলের দিকে রওনা হয়েছে। হয়তো তারা এতক্ষণে পৌঁছে গিয়েছে। কিন্তু ওই এলাকায় মোবাইলের নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না।”

Link copied!