মাদারীপুরের কালকিনিতে দোকান ভাড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্✃ষের আঘাতে নারীসহ আহত হয়েছেন অন্তত ৮ জন। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।
শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় কালকিনি পৌরসভার চরবিভাগদী এলা🌌কায় এ ঘটনা ঘটে।
হামলায় জসিম উদ্দিন ব্যাপারী ও তার সহোদর কামরুজ্জামান ওয়াসিম, ওয়াসিমের চাচা আকবর আলী ব্যাপারী, ওয়াসিমের বোন সালমা আক্তার,🧸 ওয়াসিমের ছেলে সিফাত আহমেদ, চাচাত ভাই ইমরান ব🧸্যাপারী, ইমদাদ হাওলাদারসহ ৮ জন আহত হন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কালকিনি উপজেলার চরবিভা♕গদী গ্রামের জসিম উদ্দিন ব্যাপারী ও তার সহোদর কামরুজ্জামান ওয়াসিম তাদের দোকান অগ্রিম ৫০ হাজার টাকার বিনিময়ে ৩ বছরের জন্য ভাড়া দেন পাশের বিপ্লব ব্যাপারীর কাছে। চুক্তি অনুযায়ী তিন বছর শেষে বিল্পব অগ্রিম ৫০ হাজার টাকা নিয়ে দো💧কান মালিকদের বুঝিয়ে দেন।
সম্প্রতি জসিম🎶 উদ্দিন ও তার ভাইয়ের কাছে আরও ৫০ হাজ𓄧ার টাকা পাওনা রয়েছে বলে দাবি করেন বিল্পব।
পুলিশ আরও জানায়, এর জেরে শনিবার দুপুরে নিজ বাড়ি থেকে ওয়াসিম মোটরসাইকেলে ভুরঘাটা ❀যাওয়ার পথে কালকিনি থানার মোড়ে বিপ্লব, ওয়াসিমের গতিরোধ করেন। এর পর দুইজনের মধ্য𒈔ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
স্থানীয়রা বিপ্লব ও ওয়াসিমকে শান্ত কর⭕লে দুজনেই বাড়িতে চলে যান। পরে সন্ধ্যায় বিল্পব লোকজন নিয়ে ওয়াসিম ও তাঁর পরিবারের ওপর হামলা চালান।
এ সময় তিনজনকে কুপিয়ে জখম করা হয়। আর পাঁচজনকে পিটিয়ে আহত করা হয়। ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহতদেরকে উদ্ধার করে ভর্তি💎 করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
মাদারীপুর জেলার কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন♒ কর⛎েছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।