• ঢাকা
  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৫ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মানসিক ভারসাম্যহীন নারীকে পা বেঁধে নির্যাতন, আটক ৬


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৫, ২০২৪, ০৮:২২ পিএম
মানসিক ভারসাম্যহীন নারীকে পা বেঁধে নির্যাতন, আটক ৬

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিলু খাতুন (৪০) নামের এক মানসিক ভা𒉰রসাম্যহীন ন🐷ারীকে পা বেঁধে নির্যাতনের অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ মার্চ) দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত বর্তী ♛নেপা ইউনিয়নের খোশালপুর বাজারে এ ঘটনা✅ ঘটে। এরপর নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর রাতেই পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে।

আটকরা হলেন খোশালপুর গ্রামের জলিল তরফদারের ছেলে মহির তরফদার (৪৫), খাইরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৩৫), মহি🔜র উদ্দিনের ছেলে রাব্বি তরফদার (১৬), নুরুল আমিনের ছেলে তারিকཧ মনোয়ার (১৬) এবং সানোয়ার হোসেনের ছেলে ওসমান (১৬)।

খোশালপুর বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, সোমবার দুপুর ৩টার দিকে বাজারে এক দোকানের সামনে ঘুমিয়ে ছিলেন মানসিক ভারসাম্যহীন বিলু খাতুন। দোকান খোলার সম﷽য় দোকানদার বিলু খাতুনকে ডাকাডাকি করেন। একপর্যায়ে দোকানদার একটি লাঠি দিয়ে তাকে ধাক্কা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বিলু দোকানের মালিকের গায়ে ঢিল ছোড়েন। এরপর কয়েকজেন মিলে বিলুকে পা বেঁধে নির্যাতন করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, মানসিক ভারসাম্যহীন বিলু খাতুনকে নির্যাতন করা হয়। 🍌এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর রা▨তেই ৫ জনকে আটক করা হয়। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Link copied!