সাতক্ষীরায় এক দিনের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচে𒈔র দাম ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে জেলার সুলতানপুর বড়🦄 বাজারে গিয়ে দেখা যায়, কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ১৫০ ট🙈াকা থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়ে ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে, যা বুধবার (৫ জুলাই) ২৫০ থেকে ২৯০ টাকায় বিক্রি হয়েছিল।
ক্রেতারা বলছেন, এভাবে কাঁচা মরিচের দাম বাড়তে থাকলে খাওয়া বন�🐠�্ধ করে দিতে হবে।
এদিকে খুচরা ব্যবসায়ীরা বলছে💦ন, বাজারে কাঁচা মরিচ কম আসাতে দাম বাড়ছে।
গত﷽ ২ থেকে ৪ জুলাই পযর্ন্ত সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে কাঁচা মরিচ এসেছে ১০০ মেট্রিক টন।
এ বিষয়ে জেলার বড় বাজার কাঁচা ও পাকা মাল ব্যবাসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু বলেন, “আমাদের বাজারে দরকার ২০ বস্তা কাঁচা মরিচ, কিন্তু পাচ্ছি ২ বস্তা, তাহলে তো দাম বাড়বেই । তা ছাড়া ভারতেও মরিচের দাম একটু ܫবেশি।”