• ঢাকা
  • সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ২০ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নড়াইলে ধানক্ষেতে বিমানের জরুরি অবতরণ


এসকে সুজয়, নড়াইল
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৪, ০৮:৩৯ পিএম
নড়াইলে ধানক্ষেতে বিমানের জরুরি অবতরণ

নড়াইলে♋ ধানক্ষেতে বাংলদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। বিমানটির দুই পাইলটই অক্ষত আছেন। অবতরণের পর পরই বিমানবাহিনীর একটি হেলিকপ্টার এসে তাঁদের উদ্ধা🌼র করে যশোর নিয়ে যায়।

বুধবার (৩ এপ্রিল) দুপুর ২টা ৫৪ মিনিটে সদর উপজেলা🐭র মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামে এ ঘট💮না ঘটে।

এর আগে, যশোর বিমানব🔜ন্দর থেকে ১টা ৩৪ মিনিটে বিমানটি 𒁃উড্ডয়ন করে।

স্থানীয়দের থেকে জানা যায়, দুপুর আড়াইটার দিকে তারাশি গ্রামের ওপর দিয়ে বিমানটি উড়ছিল। এক পর্যায়ে বিমানটি অনেক 🌳নিচে চলে আসায় এলাকাবাসী আতঙ্কি🌳ত হয়ে পড়ে। কয়েক দফা নিয়ন্ত্রণের চেষ্টা করে পাশে একটি ধানক্ষেতের আইলে আটকে থেমে যায় বিমানটি।

এর পর-পরই একটি হেলিকপ্টার এসে বিমানে থাকা দুই পাইলটকে উদ্ধার কর♊ে🦩 নিয়ে যায়। বিমানটি হালকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শী তারাশি গ্রামের ইয়াকুব মোল্যা জানান, বিমানটি ধানক্ষেতের ওপর আছড়ে পড়লে ভেতর থেকে দুজন পাইলট বেরিয়ে আসেন। তাঁরা খুব ভিত ছিলেন। 💮তারা খাওয়ার পানি চাইলে তাদের পানি দেওয়া হয়। এর একটু পর একটি হেলিকপ্টার এসে তাঁদের নিয়ে যায়।

ঘটনাস্থলে বিমানবাহিনীর প্রভোষ্ট টিমের একটি দল এসে ঘটনার কারন অনুসন্ধান করছে। তবে তারাএ বিষয়ে কিছু বলতে রাজি হননি। এ ছাড়া বিকেলে বিমানব🎉াহিনীর একটি টেকনিক্যাল টিম এসে বিমানটি খুলে নিয়ে যাওয়ার 𒊎চেষ্টা করে।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মাসুদ রানা জানান, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে෴ ধানক্ষেতে বিমানটি জরুরি অবতরণ করে। পরে বিমানবাহꦕিনীর একটি হেলিকপ্টার এসে দুই পাইলটকে নিয়ে যায়। তারা হলেন স্কোয়াড্রন লিডার নাদিম ও স্কোয়াড্রন লিডার মাহফুজ।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত-ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘মাইজপﷺাড়া ইউনিয়নের তারাশি মধ্যপাড়ায় বিলে ধানক্ষেতে একটি বিমান অবতরণ করে। বিমানে স্কোয়াড্রন লিডার মাহফুজ, স্কোয়াড্রন লিডার নাদিম বিমানটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাদের অক্ষত অবস্থায় হেলিকপ্টার যোগে যশোর বিমানবাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কারো কোনো ধরনের ক্ষতি হয়নি বলেও জানান তিনি।’

এ বিষয়ে ঘটনাস্থালে উপস্থিত বিমান বাহিনীর সদস্যদের সাথে কথা বলতে চাইল💛ে তারা এ বꦑিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া কোনো প্রকার বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

Link copied!