পিরোজপুরের নাজিরপুরে কবুতর চুরির অপবাদে সিয়াম ফকির (১১) নামের এক শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘ🐓টনায় ফিরোজা বেগম (৫৫) ও তার মেয়ে লাবনী আক্তারকে (২৬) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫৫ জুলাই) উপজেলার🥂 কালিকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৯৯৯-এর মাধ্যমে সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ সময় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। মারধরের অভিযোগে মা-মেয়েকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মামা অহিদুജল শেখ বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী সিয়ামের ফুফু কুরছিয়া বেগম বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে সিয়ামক൲ে প্রতিবেশী মান্নান মল্লিকের বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখতে পাই ভাইপোকে গাছের সঙ্গে বেঁধে মারধর করছেন ফিরোজা ও তার মেয়ে লাবনী। বাধা দিলে আমাকে ꦏবের করে দেওয়া হয়। পরে আমি ৯৯৯-এ কল করে থানা-পুলিশকে জানাই।”
ভুক্তভোগী শিশুটি জানায়, “বাড়ি থে𝔉কে ডেকে নিয়ে কবুতর চুরির অপবাদ দিয়ে আমাকে সুপারির গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করেন মা-মেয়ে। আমি কবুতর চুরি༒ করিনি বললেও তারা প্রায় ৩ ঘণ্টা ধরে মারধর করেন।”