• ঢাকা
  • শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নদীতে ভেসে এলো বিশাল আকৃতির মৃত তিমি


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১, ২০২৪, ০৮:৫০ পিএম
নদীতে ভেসে এলো বিশাল আকৃতির মৃত তিমি

বরগুনার পায়রা নদীর তীরে ভেসে এসেছে বিশাল আকৃতির একটি মৃত তিমি। ꩵধারণা করা হচ্ছে 🍌এটি গভীর সমুদ্রের তিমি।

সোমবার (১ জুলাই) দুপুরে সদর উপ𝓰জেলার বালিয়াতলী ইউপির ছোনবুনিয়ার চরে অর্ধগল🅺িত মাথাবিহীন মৃত তিমি দেখতে পান স্থানীয়রা।

বনবিভাগের বরগুনা সদর বিট কর্ম🏅♕কর্তা মো. জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুস মৃধা জানান, রোববার (৩০ জুন) রাতে জোয়ারের পানিতে মৃত তিমি ভেসে এসে আটকে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ, পꦰ্রাণিসম্পদ ও মৎস্যඣ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে আসছেন।

ইউপি সদস্য ইউনুস আরও বলেন, মাছটির যে অংশটুকু ভেসে এসেছে তার আয়তন কমপক্ষে ২০🌌 ফুটের🤪 বেশি রয়েছে। এ নিয়ে এলাকায় উৎসুক জনতা বৃষ্টি উপেক্ষা করে পায়রা নদীর চড়ে ভিড় জমাচ্ছেন।

স্থানীয় পরিবেশ কর্মী আরিফুর রহমান বলেন, বিশেষ কোনো কারণ ছাড়া সাধারণত কখনো উপকূলে তিমি আসে না। ধারণা করা হচ্ছে এটি গভীর সমুদ্রের তিমি। মৃত তিমিটি দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে আশপাশের এলাকা দূষিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাছটির হাড় সংরক্ষণ করে গবেষণার কাজে ব্যবহার করতে পারে এবং বাকি অবশিষ্ট অংশ মাটিতে পুঁতে ফেল♛া সম্ভব।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন🅷, বিস্তারিত তথ্যের জন্য ঘটনাস্থলে বাবুগঞ্জ ফাঁড়ির🧔 ইনচার্জসহ পুলিশ পাঠানো হয়েছে।

বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা বলেন, পায়রা নদীর🌳 ছোনবুনিয়ার চড়ে অর্ধগলিত একটি মৃত তিমি পাওয়া গেছে। কী কারণে তিমিটি মারা গেছে সঠিক ভাবে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত তিমিটি পচে দুর্গন্ধ ছড়াতে পারে তাই গর্ত করে এটিকে দ্রুত মাটিতে পুঁতে ফেলতে হবে।

Link copied!