• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিষ প্রয়োগে ৪ লাখ টাকার মাছ নিধন, থানায় অভিযোগ দিলে হামলা


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ০১:৫০ পিএম
বিষ প্রয়োগে ৪ লাখ টাকার মাছ নিধন, থানায় অভিযোগ দিলে হামলা

ফরিদপুরের সালথায় শত্রুতার জেরে মো. জামাল মাতুব্বর নামে এক মৎসজীবীর পুকুরে বিষ প্রয়োগ করে অন্তত চার লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। পরে থানায় অভিযোগ দেওয়াকে সংঘর্ষে তি🌼ন জন আহত হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) সকালে সালথা উপজেলা মৎস্য কর্মকꩵর্তা শাহরিয়ার জাম🧸ান সাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় শুক্রবার বিকেলে সালথা থানায় একটি লিখিত অভিযোগ♈ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নে꧅ গোপালিয়া গ্রামে 🅘এ ঘটনা ঘটে।

এদিকে থানায় অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত তিন ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের হাসপাতা♛লে ভর্তি করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত জামাল মাতুব্বর বলেন, “প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় পুকুরে মাছের খাবার দিয়ে বাড়িতে চলে যাই। শুক্রবার সকালে পুকুরে এসে দেখি সব মাছ মরে൲ ভেসে উঠেছে। এতে কমপক্ষে চার লাখ টাকার মাছ মরেছে আমার। এ সময় পুকুর পাড়ে ১৬টি গ্যাস ট্যাবলেটের (বিষ) খোসা দেখতে পাই।”

“পরে ট্যাবলেটের খোসাগুলো যাঁচাই-বাছাই করতে সালথা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী মানোয়ার হোসেনের কাছে নিয়ে যাই। তখন আমি জানতে পারি বৃহস্পতিবার বিকেলে আমার প্রতিবেশী আবু♍ল বাসার মানোয়ারের কাছ থেকে এক বক্স গাস꧙ ট্যাবলেট কিনে নিয়ে গেছে।”

তিনি আরও বলেন, “শত্রুতা করে আমার প্রতিবেশী আবুল বাসার এ কা💫জ করেছে বলে আমার ধারণা। এ ঘটনায় শুক্রবার বিকেলে সালথা থানায় আবুল বাসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।”

এদিকে জানা গেছে, থানায় অভিযোগ দেওয়ার পর সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত আবুল বাসারের বাড়িতে তদন্তে যান। এতে আবুল বাসার ক্ষিপ্ত হয়ে জামাꦰল মাতুব্বরের ব🔯াড়িতে গিয়ে তার বিরুদ্ধে কেন থানায় অভিযোগ দেওয়া হয়েছে, তা জানতে চান। এ সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।

আহতরা হলেন, মালেক মাতুবর, হুমাইন মাতুব্বর ও রাইফুল💃 মাতুব্বর। তাদের ফরিদপ💟ুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আবুল বাসার ব📖লেন, “হালি পেঁয়াজের ক্ষেতের চারপাশে দেওয়ার জন্য আমি একবক্স করে গ্যাস ট্যাবলেট কিনে আনি। কারো পুকুরে দেওয়ার জন্য কিনে আনি নাই। আর আমার নিজের পুকুরেরও মাছ মরে গেছে। কারণ পুকুরের পাশে আমাদের একটা ভেসাল আছে। কেউ ষড়যন্ত্র করে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছগুলো নিধন 𓂃করতে পারে।”

সংঘর্ষের বিষয় তিনি বলেন, “আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ার কারণ জানতে জামালের꧋ বাড়ি গেলে আমাদের ওপর হ♔ামলা করা হয়।”

সালথা উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার 🅺জামান সাবু বলেন, মাছ নিধনের বিষয়টি খুবই দুঃখজনক। ক্ষতি😼গ্রস্ত ভুক্তভোগীকে আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সা🥂লথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ফেরার পর দুই 🌄পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে আবার পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযোগের বিষয় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Link copied!