শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিজল মিয়া ওরফে ঢꦍালি নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার চককাউরিয়া গ্রামে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ🅘্গে বিদ্🐲যুতের তার সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধ স্থানীয় মৃত ছৈয়দুর রহমানের ছেলে।
জানা যায়, শনিবার দুপুরে শফিজল মিয়া নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে বিদ্যুতের তার সংযোগ দিতে যায়। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।🎉 পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দা তানজিনা আফরিন বলেন, 🔯“বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরপরই শফিজল মিয়া মারা যায়। পরে⛦ তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।”
🐼থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, “ঘ🥂টনাস্থল করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”