সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাটে আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে তিন ন💜ারীকে পিটিয়ে জখম ও একজনকে পিটিয়ে হত্যার প্রতিবা🐻দে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামไনে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন এ কর🍸্মসূচি পালন করে।
বেসরকারি সংস্থা স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚব্য দেন অধ্যক্ষ আব্দুল হামিদ, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, অধ্যাপক আনিসুর রহিম, আবুল কালাম আজাদ, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, জ্যোস্না দত্ত, মনিরউদ্দিন।
সমাবেশে বক্তারা বলেন, আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের জমি প্রজাস্বত্ব আইনে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া হস্তান্তরযোগ্য নয়। অথচ শ্যামনগরের শ্রীফলকাটি গ্রামের রাশেদুল ও এবাদুল ধুমঘাটের মুলুক চাঁদ মুন্ডার আট বিঘা জমি জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে সকালে জবরদখলের চেষ্টা করেন। সেখানে বসবাসরত ২২টি মুন্ডা সম্প্রদায়ের মানুষজনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধানের🌠 বীজতলা পাওয়ার টিলার দিয়ে চষে দেওয়া হয়। বাধা দেওয়ায় তিন নারী ও এক পুরুষকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।
বক্তারা আরও বলেন, শনিবার বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতা𒀰লে চিকিৎসাধীন অবস্থায় নরেন্দ্র মুন্ডা মারা যান। এ ঘটনায় পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এ ছাড়া কৈখালি ইউনিয়নের সাহেবখালিতে কর্ণ মুন্ডা, সঞ্জিত মুন্ডা ও খুকুমনি মুন্ডার ওপর হামলা চালানো হয়েছে। তাদেꦕর বিরুদ্ধে ভোলা আদালতে দেওয়া হয়েছে মিথ্যা মামলা।
অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস🗹্তির দাবি জানান বক্তারা।